লালবাগে হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজধানীর লালবাগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহবুব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মাঈন উদ্দিনকে (২৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার রাত ১০টায় লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. মঈন উদ্দনকে গ্রেফতার করে ডিবির লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

লালবাগ থানা সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে মাঈন উদ্দিনসহ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে ভুক্তভোগী মাহবুবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং হত্যার হুমকি দেয়। পরে হাসপাতালে চিকিৎসা শেষে মাহবুব কিছুটা সুস্থ হয়ে গত ২৬ ডিসেম্বর লালবাগে নিজ বাসায় ফিরে আসেন। ৩১ ডিসেম্বর রাত ১০টায় এজাহারভুক্ত এক আসামি মাহবুবকে ফোন করে কিছু কথা বলেন। এর কিছুক্ষণ পর নিজের স্ত্রী ও মাকে থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান দেখার কথা বলে মাহবুব বের হয়ে যান।

পরে ৩১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টায় মাঈনসহ এজাহারভুক্ত ১৩ জন এবং অজ্ঞাতনামা ৫/৭ জন পূর্বপরিকল্পনা অনুসারে মাহবুবকে লালবাগের জেএন সাহা রোডে একটি বাড়ির ভেতরে ছুরিকাঘাত করে গুরতর আঘাত করে হত্যা করে। এরপর তার লাশ জেএন সাহা রোডস্থ লিবার্টি ক্লাব সংলগ্ন পাকা রাস্তার ওপর ফেলে যায়।

এ ঘটনায় গত ২ জানুয়ারি ভিকটিম মাহবুবের মা মোছা. আমেনা বেগম বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত ৫নং আসামি মাঈন উদ্দিনের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাঈন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডিবি-লালবাগ সূত্র আরও জানায়, গ্রেফতার মো. মাঈন উদ্দিন ও ভুক্তভোগী মাহবুব এলাকায় দুটি গ্রুপের (গ্যাং) সদস্য। মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এজাহারনামীয় আসামিদের সঙ্গে ভিকটিম মাহবুব আলমের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরেই ঘটনার দিন কৌশলে মাহবুবকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights