লোকালয় থেকে উদ্ধার করা সাপ সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় বসতঘর থেকে একটি সাপ উদ্ধার করেছে ওয়াইল্ড টিমের সদস্যরা। শনিবার সকালে সাপটি উদ্ধারের পর বিকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকার বনে সাপটি অবমুক্ত করা হয়।

বাগেরহাটের পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, শনিবার সকালে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসত ঘরের বারান্দায় একটি র‌্যাট স্নেক (সাপ) দেখতে পেয়ে গৃহকর্তা সুন্দরবন বিভাগকে জানান। খবর পেয়ে সুন্দরবন সুরক্ষা বিষয়ক ওয়াইল্ড টিমের সদস্য ও বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ৬ ফুট লম্বা সাপটি উদ্ধার করে। বিকালে উদ্দার করা সাপটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে ৬ ফুট লম্বা সাপটি অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights