লোহাগড়ায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে খাদ্যে ভেজাল বিরোধী মানববন্ধন ও পথসভা
অনলাইন ডেস্ক
জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করতে নড়াইলের লোহাগড়ায় খাদ্যে ভেজাল বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনের সড়কে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক ও ফারিয়া লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাদ, লোহাগড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বসুন্ধরা শুভসংঘ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বিউটি, সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খন্দকার কিয়ামুল হাসান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক ও শুভসংঘের সদস্য কাজী আল মামুন, জেলা ছাত্রদল নেতা মো. সোহেল রানা, শুভসংঘের সদস্য জেলা ছাত্রদলের সহসভাপতি শাহ আলী মোর্তজা জামুন, শুভসংঘের সদস্য ও কৃষকদল নেতা মো. সাহেব আলী, কালের কণ্ঠ নড়াইল প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা ইকবাল হাসান শিমুল প্রমুখ।
ভেজাল বিরোধী মানববন্ধনের আয়োজন করায় অতিথিরা বসুন্ধরা শুভসংঘ কে ধন্যবাদ জানান। এ সময় বক্তারা নিজেদের অভিমত তুলে ধরে বলেন, অতি মুনাফালোভী, উৎপাদনকারী, মজুতকারী, পাইকারী ও খুচরা বিক্রেতা খাদ্যে রাসায়নিক দ্রব্যাদি যেমন ডিডিটি, কীটনাশক, কাপড়ের রং, ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড ইত্যাদি মিশিয়ে ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন কোন খাদ্যদ্রব্য নেই যাতে বিষ ও ভেজাল মিশানো হয় না। উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রত্যেকটি স্তরেই এর ছড়াছড়ি। সহজপ্রাপ্যতা, আইনী দুর্বলতা আর যথাযথ নজরদারির অভাবে এসব ঘটেই চলেছে, যাতে রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে।
খাদ্যে ভেজাল রোধে বক্তারা আইন শক্তিশালী করার পাশাপাশি দেশের নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেন। সঠিক প্রমাণের ভিত্তিতে খাদ্যে ভেজালকারীদের ধরিয়ে দিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে তথ্য প্রদানেরও অনুরোধ জানানো হয়।