শরীয়তপুরে হত্যা মামলায় ১ জনের ফাঁসি
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যায় শিশু কাজল হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত এই রায় দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হলেন- বাবু চৌকিদার (২৬), যাবজ্জীবন আসামিরা হলেন- মো. জুয়েল খান (২০), মো. ফারুক সরদার(২৫), তানভীর হোসেন (২৩)। তারা সকলে ডামুড্যা উপজেলার বড় নওগাঁ গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ডামুড্যা থানাধীন কুলকুড়ি গ্রামে ভিকটিম কাজল আক্তারকে (১৫) প্রথমে ধর্ষণ ও হত্যা করে আসামিরা। পরদিন পাশের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশু কাজলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলার পরে ৪ জনকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামিরা। দীর্ঘ আড়াই বছর মামলায় যুক্তিতর্ক শেষ আজ রায় ঘোষণা করেন আদালত।