শহিদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করলেন শাহিন
অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করলেন শাহিন শাহ আফ্রিদি। শুক্রবার করাচি মসজিদে এই বিবাহ সম্পন্ন হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রকাশ করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বর শাহিন তার ভাই ও শ্বশুর শহীদ আফ্রিদি মসজিদে বসে আছেন। সামনে কাজী তাকে ‘কবুল’ পড়াচ্ছেন।
শহিদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আনশা আফ্রিদি দ্বিতীয়। অনেকদিন ধরেই শাহিন শাহের এই বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।
শুক্রবার বিয়ে পড়ানোর পর ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় ক্রিকেট দলের শাহিনের অনেক সতীর্থ উপস্থিত ছিলেন।
কনের ছবি এখনো প্রকাশ করা হয়নি।