শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে কথা কাটাকাটি, ছুটিকাঘাতে আহত ২
জামালপুর প্রতিনিধি
জামালপুরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইকে ছুরিকাঘাতে আহত করেছে ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্ত।
আজ বুধবার সকালে সদর উপজেলার ভারুয়াখালী এমএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর সাথে পারভেজ হাসানের কথাকাটি হয়। এক পর্যায়ে আবু সাঈদ শান্ত উত্তেজিত হয়ে পারভেজ হাসানের ওপর হামলা করে। পারভেজের ছোট ভাই তাহের হামলায় বাধা দিতে গেলে দুই ভাই পারভেজ ও তাহেরকে ছুড়িকাঘাতে আহত করে ছাত্রদল নেতা আবু সাইদ শান্ত। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে যায়। তবে গুরুত্বর আহত হওয়ায় পারভেজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পারভেজ হাসান ও তাহের ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।