শাহপরীর দ্বীপে পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ ইজিবাইক জব্দ
আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি ইজিবাইক (টমটম) জব্দ করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।