শাহরুখের নায়িকার গাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, ইতালিতে সুইস দম্পতির মৃত্যু (ভিডিও)

অনলাইন ডেস্ক
স্বামীর সঙ্গে ইতালির রাস্তায় ল্যাম্বরঘিনিতে চড়ে যাচ্ছিলেন বলিউড অভিনেত্রী গায়ত্রী জোশি। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী।

মঙ্গলবার এই ঘটনাটি ঘটে ইতালির সার্দিনিয়া এলাকায়। দুর্ঘটনায় মারা যায় সুইজারল্যান্ডের এক বৃদ্ধ দম্পতি। তবে অভিনেত্রী গায়ত্রী ও তার স্বামী দু’জনের কেউ বিশেষ কোনো আঘাত পাননি।

গণমাধ্যমের খবরে জানা গেছে, সার্দিনিয়া এলাকার ওই রাস্তা দিয়ে একের পর এক বিলাসবহুল গাড়ি তীব্র গতিতে ছুটে চলছিল। গায়ত্রীদের গাড়িটি গতি বাড়িয়ে মিনি ট্রাককে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় একটি ফেরারি গাড়িতে ধাক্কা দেয়। এতে ফেরারি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা একটি মিনি ট্রাকে। ক্ষণিকের মুহূর্তে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায় গায়ত্রীদের গাড়ি। কিন্তু ধাক্কা খাওয়ার পর মিনি ট্রাকটি রাস্তায় উল্টে যায়।
উল্টে যাওয়া মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে রাস্তা থেকে ছিটকে যায় নীল রঙের ফেরারি গাড়িটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িটিতে।

জানা গেছে, ওই গাড়িতেই ছিল সুইজারল্যান্ডের ওই দম্পতি। মার্কাস ক্রটলি (৬৭) এবং তার স্ত্রী মেলিসা ক্রটলি (৬৩)। তারা দু’জনেই ওই দুর্ঘটনায় মারা যান।

পিছনের দিক থেকে আসা একটি গাড়িতে লাগানো ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়ে (যদিও এই ভিডিও’র সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি)।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, রাস্তা দিয়ে যেভাবে একের পর এক বিলাসবহুল গাড়িগুলি পার হচ্ছিল তা দেখে মনে হচ্ছিল গাড়ির চালকেরা কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন গায়ত্রী। ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘স্বদেশ’ ছবিটি। ক্যারিয়ারের প্রথম ছবিতেই শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু তারপর আর কোনও ছবিতে দেখা যায়নি অভিনেত্রীকে। ২০০৫ সালে শিল্পপতি বিকাশ ওবেরয়কে বিয়ে করার পর অভিনয় জগৎ থেকে পুরোপুরি বিরতি নেন গায়ত্রী। সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights