শাহিন আফ্রিদির সঙ্গে বাবরের দ্বন্দ্ব?
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের দৌড় থেকে ছিটকে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। গুঞ্জন উঠেছে সেই ম্যাচের পর বাগযুদ্ধে জড়িয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও পেসার শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তানের `বোল নিউজের’ বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লঙ্কানদের বিপক্ষে হারের পর দলের সিনিয়র খেলোয়াড়দের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাবর আজম। তবে সেই কথায় আপত্তি জানান শাহিন। তার মতে সাধারণভাবে সবাইকে দোষারোপ করা ঠিক নয়।
তবে পাল্টা জবাবে বাবর জানান, তিনি খুব ভালো করেই জানেন কে ভালো করেছে আর কে করেনি। ওই প্রতিবেদনে আরো জানানো হয়, হারের পর প্রেস কনফারেন্সের শেষে কারো সাথে কথা না বলেই বাবর হোটেলে ফিরে যান।
যদিও এ সম্পর্কে বাবর কিংবা শাহিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবরটি কতোটা সত্য সে বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেনি কোনো গণমাধ্যম।