‘শিক্ষক একজন শিক্ষার্থীর জীবনের চেঞ্জমেকার’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেছেন, একজন শিক্ষক কেবলই একজন শিক্ষক নন, তিনি হলেন তার ছাত্রের জন্য একজন মেন্টর। একজন শিক্ষার্থীর জীবনের জন্য চেঞ্জমেকারও বটে। একজন শিক্ষার্থীর জীবনের গতিপথ নির্ধারণে একজন শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য।
বৃহস্পতিবার চট্টগ্রাম ইন্ট্যাারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের উদ্যেগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনার ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা অনুষ্ঠান প্রধান অতিথি ও সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম ইন্ট্যাারন্যাশনাল মেডিকেল কলেজের (সিআইএমসি) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ্ এর এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. ক্বাজী দীন মোহাম্মদ, চট্টগ্রাম ইন্ট্যাারন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও ইসি কমিটির সদস্য অধ্যাপক মো. নুরুন্নবী, মেডিকেল এডুকেশন ও রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক মো. আমির হোসেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক. ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস রুবি দত্ত। সেমিনারে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শেরানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন চমেবির উপাচার্য।