শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১ জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় শিট পরিবর্তন করার অভিযোগে সুমন (২৭) নামে এক পরীক্ষার্থীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া শিটের নিচের অংশ পূরণ না করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন এ রায় দেন।
পরে সুমনকে কারাগারে পাঠানো হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার রামনগরের রফিকুল ইসলামের ছেলে।

মহসীন উদ্দীন জানান, শুক্রবার দ্বিতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার সময় অভিযুক্ত সুমন ওএমআর শিট পরিবর্তন করেন। বিষয়টি দায়িত্বে থাকা পরীক্ষকের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পেয়ে ওই পরীক্ষার্থীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights