শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন রংপুরের
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দল হিসেবে গত পরশু অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। গতকাল অনুশীলন করেছে খুলনা টাইগার্স ছাড়া বাকি সব দল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স অনুশীলন শুরু করেছে নিজস্ব মাঠ বসুন্ধরা ক্রিকেট মাঠে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অনুশীলন করেছে রূপগঞ্জে পিকেএসপিতে। দুর্বার রাজশাহী ও ঢাকা অনুশীলন করেছে মিরপুর একাডেমি মাঠে।
বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর সোমবার দুপুর দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে। একই দিন সন্ধ্যা ৭টায় ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল ৭ ফেব্রুয়ারি।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) চ্যাম্পিয়ন রংপুর পৌষের শীতে গতকাল দুপুর ৩টায় অনুশীলনে নামে। দলটিতে বিদেশি তারকা ক্রিকেটার রয়েছে। তবে আফগানিস্তান টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ায় এবারের বিপিএলে খেলবেন না মোহাম্মদ গাজানফার। তাকে অভিনন্দন জানিয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দল আহত সৌম্য সরকারের অভাব পূরণ করতে দলে ভিড়িয়েছে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপজয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। গতকালের অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ মিকি আর্থার। পরশু তিনি ঢাকায় আসেন। গতকাল প্রথম দিনের অনুশীলনে যোগ দেন। প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন রংপুরের তিন তারকা সৌম্য সরকার, শেখ মেহেদি ও মোহাম্মদ সাইফুদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন স্লিপে ফিল্ডিংয়ে আঙুলে ব্যথা পান সৌম্য। আঙুলে ফ্রাকচার হওয়ায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি ওপেনারকে। দলের ব্যাটিং কোচ আশরাফুলের আশা সিলেট পর্বের শেষ রাউন্ডে সৌম্যকে পাবেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের আঙুলে ব্যথা পান সৌম্য। সেই ব্যথায় চার সপ্তাহ মাঠের বাইরে। শুরুতে না খেললেও সিলেট পর্বের শেষ দিকে খেলবেন আশা করছি।’ গতকালের অনুশীলনে ছুটি নিয়েছেন শেখ মেহেদি ও সাইফুদ্দিন। দুজনই প্রথম ম্যাচ খেলবেন আশা করছে দল।
তিনজন ছাড়া সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন অনুশীলনে।
‘স্পিডস্টার’ নাহিদ রানাকে দেখা গেছে কোচ আর্থারের লম্বা সময় নিয়ে কথা বলতে। ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় জিএসএলে নাহিদের সার্ভিস পাননি আর্থার। রংপুর রাইডার্সের অনুশীলন শেষে ব্যাটিং কোচ আশরাফুল দলের টার্গেট নিয়ে বলেন, ‘সব দলই চায় চ্যাম্পিয়ন হতে। আমাদের টার্গেটও চ্যাম্পিয়ন। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি।’ দল নিয়ে বলেন, ‘আমাদের দলটি তরুণদের নিয়ে গড়া। যদি ক্রিকেটাররা নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে, তাহলে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই।’ দলটি আজ ও আগামীকাল দুপুর ১টায় বসুন্ধরা ক্রিকেট মাঠে অনুশীলন করবে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সোহান, সৌম্য, শেখ মেহেদি. নাহিদ, সাইফুদ্দিন ছাড়াও বিদেশি ক্রিকেটার রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, স্টিভেন টেইলর, সৌরভ নেত্রাভালকার, আকিফ জাভেদ ও সাদিকুল্লাহ অটল। এমন দল নিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই করতেই পারে রংপুর রাইডার্স।
ফরচুন বরিশালে খেলতে ঢাকায় এসেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী। প্রথম দিনের অনুশীলন শেষে দলের টার্গেট নিয়ে কথা বলেন অফ স্পিনার নাঈম হাসান, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে শতভাগ দিতে পারলে ভালো করা সম্ভব।’ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ থাকার পরও দলটির অধিনায়ক তামিম ইকবাল। দুর্বার রাজশাহীকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ যুব দলের বিশ্বচ্যাম্পিয়ন আকবর আলী। যুব দলের সতীর্থের অনেকেই জাতীয় দলে নিয়মিত খেলছেন। তিনি এখনো সুযোগ পাননি। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে (এনসিএল) রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করতে দারুণ ব্যাটিং করে ২০৮ রান করেন। এবার নেতৃত্ব দেবেন দুর্বার রাজশাহীকে। বিপিএলে রাজশাহী ফিরেছে ৫ বছর পর। অধিনায়ক আকবর আলী দলের টার্গেট নিয়ে বলেন, ‘আজকে (গতকাল) প্রথম অনুশীলন করলাম। আমাদের প্রথম লক্ষ্য টুর্নামেন্টের প্লে-অফ। তবে এখনই আমরা অতদূর ভাবছি না। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি।’