শিরোপা লড়াইয়ে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা লড়াইয়ে টস জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠাল ফরচুন বরিশাল।

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল শিরোপা ধরে রাখার মিশনে নামবে, অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়ার অপেক্ষায় চিটাগাং কিংস।

শক্তি-সামর্থ্যের দিক বিবেচনা করলে সবকিছুতেই এগিয়ে ফরচুন বরিশাল। ফেভারিটও মানা হচ্ছে তাদের। আছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও। তামিম ইকবালের নেতৃত্বে খেলছেন দাভিদ মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবির মতো তারকারা। বোলিংয়ে গত ম্যাচে যোগ দিয়ে আলো ছড়িয়েছেন মোহাম্মদ আলী। এছাড়া রিশাদ হোসেন ও তানভির ইসলামও কোনো অংশে কম নয়।

অপরদিকে, চিটাগং কিংসে বিদেশি প্লেয়ারদের আধিক্য না থাকলেও দেশি ক্রিকেটাদের নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে তারা। যার সুফলও পেয়ে যাচ্ছে দলটি। ব্যাটিংয়ে শামিম হোসাইনের পাশাপাশি আছেন বিদেশি হায়দার আলী, গ্রাহাম ক্লার্ক ও খাজা নাফে। বোলিংয়ে আলিস আল ইসলাম, বিনুরা ফার্নান্দো ও শরিফুল ইসলামরা দলকে টিকিয়ে রাখছেন।

দুই দলের আত্মবিশ্বাস, শিরোপা জেতার দৃঢ় প্রত্যয় মাঠেই দেখা যাবে। এখন কেবল সেই রোমাঞ্চ দেখার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights