শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
কুষ্টিয়ার ভেড়ামারায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অপরজনকে ধরতে চলছে অভিযান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি এখন আশঙ্কামুক্ত। শিশুটির ডাক্তারি পরীক্ষা হলেও তার রিপোর্ট এখনো পায় নি পুলিশ।
ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্ত রেজাউলকে (৪২) গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটি ধর্ষণের শিকার। আরেক অভিযুক্ত খোকনকে ধরতে পারলে বিস্তারিত জানা যাবে। বুধবার বিকেলে ওসি বলেন, তাকে ধরার চেষ্টা চলছে।
মঙ্গলবার ভেড়ামারা থানার মোকাররমপুর ইউনিয়নের খেমিরদিয়ার ভাটাপাড়া গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে তার বাবা থানায় অভিযোগ করেন। প্রতিবেশি রেজাউল ও খোকন তাদের নিজ বাড়িতে আটকে ছোট্ট মেয়েটিকে ধর্ষণ করেছে। অসুস্থ অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে নেয়া হয়। স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি ধর্ষণের শিকার। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বুধবার বিকেলে বলেন, আপাতত এটুকু বলতে পারি ভুক্তভোগী শিশুটি আশঙ্কামুক্ত। এরপর অধিকতর পরীক্ষা-নিরিক্ষা শেষে অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।