শীতের প্রকোপ; দিল্লিতে ২০০ প্লেন ওঠানামায় দেরি , বিঘ্ন ট্রেন চলাচল

দীপক দেবনাথ, কলকাতা
শীতের চাদরে জুবুথুবু অবস্থা দিল্লিসহ উত্তর ভারতের একাধিক রাজ্য। আজ শুক্রবার সকালের দিকে ঘন কুয়াশায় ঢেকে যায় ওই সমস্ত এলাকা। ফলে দৃশ্যমানতা কমে যায়। আর এর ফলে প্লেন ও ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। কেবল দিল্লিতেই প্রায় ২ শতাধিক বিমান ওঠানামার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। পাশাপাশি গোটা উত্তর ভারত জুড়ে প্রায় ১২ টির বেশি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

বিমান চলাচল নজরদারি ওয়েবসাইট ‘ফ্লাইটট্রেডার’-এর তথ্য অনুযায়ী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ৬০টি দেরিতে ছেড়েছে, ৬ টি বিমান বাতিল করা হয়েছে, ১৯৩ টি বিমান দেরিতে পৌঁছেছে। তার প্রভাব পড়েছে অন্য বিমানবন্দরেও, কলকাতা বিমানবন্দরেও ১৭ টি বিমান ছাড়তে দেরি করেছে, ১ টি বিমান বাতিল করা হয়েছে এবং ৩৬ টি বিমান দেরিতে পৌঁছেছে।

শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরের রানওয়ের দৃশ্যমানতা শূন্যতে নেমে আসে। স্বাভাবিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান চলাচলের উপরে সতর্কতা অবলম্বন করে। দিল্লি ছাড়াও কুপওয়ারা অমৃতসর, চন্ডিগড়, বারাণসী, গোয়ালিয়র, আগ্রা বিমানবন্দরেও দৃশ্যমানতা শূন্যে নেমে যায়।

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দূরপাল্লার ট্রেনসহ অন্তত ২৪টি ট্রেন দেরিতে চলাচল করছে। সেক্ষেত্রে কর্ণাটক এবং বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ভাতিণ্ডা-বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস, অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস, অযোধ্যা এক্সপ্রেসসহ কিছু ট্রেন অন্তত সাড়ে চার ঘণ্টা দেরিতে চলাচল করে। দৃশ্যমানতা কম থাকার কারণে পাঞ্জাবের ভাতিন্দায় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাতে অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়।

এদিকে এ নিয়ে টানা পাঁচ দিন শীতের কবলে দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর)। এই সমস্ত এলাকায় তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফে দিল্লি এবং এনসিআর সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত দিল্লির আকাশ ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন থাকবে, এমনকি এর মধ্যবর্তী সময়ে হালকা বৃষ্টিপাতও হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

দিল্লির পার্শ্ববর্তী এলাকার নয়ডায় সমস্ত স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। শুক্রবার নয়ডায় তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, বিহারেও ঘন কুয়াশার সাথে শীতের প্রকট অনুভূত হয়েছে।

পাটনাসহ বিহারের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৬ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে, এবং আগামী তিন থেকে চার দিন এই তাপমাত্রা থাকবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের তরফে স্কুল খোলার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত পঠন-পাঠন চলবে। রাজস্থানের সিক্রি জেলার ফতেপুরে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা ৩.৬°সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights