‘শুধু তথ্য প্রযুক্তির সিলেবাস সংস্কারে রেমিট্যান্স বাড়বে ১০০ বিলিয়ন ডলার’

গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্ বলেছেন, শুধুমাত্র তথ্য প্রযুক্তির সিলেবাস সংস্কারের মাধ্যমে আগামী ১০ বৎসরে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স বাড়ানো সম্ভব।

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে আইসিটি সিলেবাস সংস্কার এবং কর্মমুখী শিক্ষার চর্চা শুরু করলে দেশ থেকে বাহিরে যাওয়া দক্ষ জনশক্তি অন্তত দ্বিগুণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারবে বলে মন্তব্য করেন উপাচার্য।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (আইএসটি) তে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কোনো ধরনের সরকারি সহযোগীতা ছাড়াই স্ব উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারগণ ফ্রিল্যান্সিং-এ দেশকে ২য় স্থানে উন্নীত করেছেন। গার্মেন্টস শিল্পের পর ২য় বৃহত্তম অর্থনৈতিক সম্ভাবনা তৈরী করেছে ফ্রিল্যান্সিং। সম্ভাবনাময় এ শিল্পে জাতীয় বিশ্ববিদ্যালয় সবদিক থেকে পাশে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম, গ্রীন ইউনির্ভাসিটির উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মো: শরীফ উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের সাবেক ডীন ইমেরিটাস প্রফেসর ড. শাহিদা রফিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহমুদা জামান, ইন্সটিটিউটের প্রশাসনিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানগণ।

অনুষ্ঠানের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি’র অধ্যক্ষ অধ্যাপক এম. এ. মজিদ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ সফটওয়্যার/হার্ডওয়্যার প্রজেক্ট এক্সজিবিশন অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights