শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারল না আর্সেনাল

অনলাইন ডেস্ক

শুরুতে এগিয়ে গিয়ে জয়ে ফেরার ইঙ্গিত দিল আর্সেনাল। এরপর ক্রমেই বিবর্ণ হতে থাকল তাদের পারফরম্যান্স। চেনা আঙিনায় উজ্জীবিত ফুটবল খেলে মিকেল আর্তেতার দলকে হারিয়ে দিল ফুলহ্যাম। প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে ফিরে বছর শেষ করার সুযোগ ছিল আর্সেনালের সামনে। উল্টো প্রতিপক্ষের মাঠে রবিবার (৩১ ডিসেম্বর) ২-১ গোলে হেরে গেল তারা।

প্রথমার্ধে বুকায়ো সাকা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রাউল হিমেনেস। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ববি ডি করডোভা-রেইড। লিগে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল আর্সেনাল, জয়হীন রইল টানা তিন ম্যাচে। অ্যানফিল্ডে লিভারপুলের সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে এমিরেটসে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা।

জয়ে ফেরার মিশনে পঞ্চম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। বক্সের বাঁ দিক থেকে গাব্রিয়েল মার্তিনেল্লির শট গোলরক্ষক বার্নড লেনো ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছেই থাকা অরক্ষিত সাকা ফাঁকা জালে বল পাঠান। চতুর্দশ মিনিটে হিমেনেসের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। ২৯তম মিনিটে আর পারেননি তিনি। বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে সমতা ফেরান হিমেনেস। প্রিমিয়ার লিগে নিজের সবশেষ চার ম্যাচে মেক্সিকোর এই ফরোয়ার্ডের গোল হলো ৪টি। যেখানে প্রতিযোগিতাটিতে তার আগের ৫০ ম্যাচে গোল ছিল ৪টি!
বিরতির আগে দারুণ এক আক্রমণ থেকে দলকে ফের এগিয়ে নেওয়ার সুযোগ আসে মার্তিনেল্লির সামনে। তবে ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁ পায়ের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। উল্টো ৫৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার ক্লিয়ার করতে পারেনি আর্সেনালের খেলোয়াড়রা। কাছ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড করডোভা-রেইড। চার মিনিট পর সুযোগ পান সাকা। দুরূহ কোণ থেকে ইংলিশ ফরোয়ার্ডের প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ভাগ্যের ফেরে তৃতীয় গোল পায়নি ফুলহ্যাম। আন্দ্রেয়াস পেরেইরার ফ্রি-কিক ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। তাতে যদিও জয়ের আনন্দ কমেনি তাদের। চলতি আসরে সব মিলিয়ে আর্সেনালের এটি চতুর্থ হার, যার তিনটি সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারেই আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি, শিরোপাধারীরা এক ম্যাচ কম খেলেছে।

২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাস্টন ভিলা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে লিভারপুল, এক ম্যাচ কম খেলেছে তারা। ২০ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহ্যাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights