শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছেন বলে দেশ স্বাধীন হয়েছে: আমু

ঝালকাঠি প্রতিনিধি

১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু এমপি বলেছেন, পাকিস্তান আমলে আমরা আমাদের ন্যায্য অধিকার পাইনি। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছি। এদেশে স্বাধীনতার পূর্ণ অধিকার আওয়ামী লীগের আমলে পেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ তাদের অধিকার ভোগ করতে পারে।

ঝালকাঠি জেলা হানাদারমুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকালে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধারা।
এদিকে বিকালে ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আমির হোসেন আমু এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights