শেখ হাসিনার নেতৃত্বে দেশে কৃষিখাতে বিপ্লব হয়েছে: বিমান প্রতিমন্ত্রী
হবিগঞ্জ প্রতিনিধি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিল্প ও কৃষিখাতে বিপ্লব সাধিত হয়েছে। প্রতিটি বাড়িতে খামার গড়ে উঠেছে। দুধ ও মাংসে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ।’
শনিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীতে অন্যান্যের মাঝে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক উপস্থিত ছিলেন।
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত প্রদর্শনীতে ৪০ জন খামারি অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ প্রদর্শনী ঘুরে দেখেন এবং স্থানীয় খামারিদের সাথে কথা বলেন। এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।