শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন : মান্না

অনলাইন ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথাও আশ্রয় পাচ্ছেন না। দেশেও ফিরতে পারছেন না। যারা ক্ষমতায় যেতে চান, শেখ হাসিনার পরিণতি থেকে তাদের শিক্ষা নিতে হবে। দেশে এখন আওয়ামী লীগ নেই কিন্তু তাদের দোসররা এখনও নানা ধরনের যড়যন্ত্র করে চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। শুধু তাই নয় যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।

তিনি শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের কালিতলা স্কুলমাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা পাখির মতো মানুষ হত্যা করে এখন মোদির পায়ের নিচে আশ্রয় নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত-কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। গত ১৫ বছর ধরে লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি ক্ষুধামুক্ত দেশের জন্য। আন্দোলনে আজ আমরা সফল হয়েছি।
বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য মাঝিহট্ট ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আলী ফারুক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা।

আরও বক্তব্য রাখেন, এনামুল হক, সৈকত আমিন বিদ্যুৎ, অমিত হাসান, মাহবুব মোর্শেদ হীরা, ইউনিয়ন নাগরিক ঐক্য নেতা লালটু সোনার, আফতাব হোসেন, আজিজুল হক, সাইদুল ইসলাম, রবিউল ইসলাম, আলিফ হোসেন, হেলেনা পারভীন, হারুন উর রশিদ, রাশেদ মাহমুদ তুষার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights