শেরপুরে বন্যার্তদের পাশে ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডার

অনলাইন ডেস্ক
শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর বন্যার্তের পাশে দাঁড়িয়েছে ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মরতরা। শুক্রবার (১১ অক্টোবর) সকালে পাঁচ শতাধিক

পরিবারের কাছে ত্রাণ সামগ্রীর প্যাকেট পৌঁছে দেন তারা।

এসবের মধ্যে ছিল চাল ৩ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ মিলি, লবন ৫০০ গ্রাম, মরিচের প্যাকেট ৫০ গ্রাম, হলুদের প্যাকেট ৫০ গ্রাম, ওরস্যালাইন ৫
প্যাকেট, ১ কেজি আলু, মোমবাতি, একটা দেয়াশলাই, এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, হাফ কেজি চিনি, এক লিটার পানি, এক পাতা পানি বিশুদ্ধকরণ
ট্যাবলেট।
৩০ তম বিসিএস প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের
প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহমুদ উল্লাহ মারুফ, সিনিয়র সহকারী সচিব মেহেদী হাসান, এটুআই প্রকল্পের সিনিয়র সহকারী সচিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব উল আহসান ও ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights