শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা
জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খাঁন বিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান ও আ.ফ.ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, সাংবাদিক আশিকুল ইসলাম, সৈয়দ মোঃ আকরাম, মোশাররফ হোসেন বেলাল, মোজাম্মেল চৌধুরী, উজ্জ্বল চক্রবর্তী, মোঃ নজরুল ইসলাম বিল্লাল, জালাল উদ্দিন রুমি, জহির রায়হান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাংবাদিক মীর মোহাম্মদ শাহীন, তফাজ্জল হোসেন, আবুল হাসনাত রাফি, মাজহারুল করিম অভি, ইফতেয়ার রিফাত প্রমুখ।