শ্রীমঙ্গলে সাহিত্য মেলা শুরু
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘উপজেলা সাহিত্য মেলা’ শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের মহসীন অডিটরিয়ামে দুই দিনব্যাপী এই সাহিত্য মেলার শুরু হয়। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো আবদুস শহীদ এমপি ভার্চুযাল যুক্ত হয়ে সাহিত্য মেলার উদ্ভোধন করেন।
আবৃত্তিকার দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ড. হরিপদ রায়, কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ, জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা, সাংবাদিক ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।
তৃণমূল পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমীর সমন্বয়ে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্ত্রকেন্দ্রের সহযোগীতায় এই সাহিত্য মেলা অনুষ্টিত হচ্ছে। মেলায় থাকছে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা, লেখক কর্মশালা, সাহিত্য পাঠ ও সাহিত্য আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।