শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইসি

অনলাইন ডেস্ক
শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ১৪ নভেম্বর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে সম্প্রতি ইসির উপ-সচিব মো. মাজহারুল ইসলামের পাঠানোর এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানাগেছে।

এতে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শ্রীলংকার সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দুই সদস্যের প্রতিনিধি দল দেশটিতে পাঠানো হবে। এক্ষেত্রে রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মুতাসিম ও ইসির সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশরাফুল আলমকে ১১ থেকে ১৭ নভেম্বর দেশটিতে সফর করবেন।
অফিসিয়াল এ সফরে সব ভাতা তারা দেশীয় মুদ্রায় পাবেন। ঢাকা টু শ্রীলংকা যাওয়া-আসার বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আর শ্রীলংকায় থাকা খাওয়া ব্যয় বহন করবে শ্রীলংকান নির্বাচন কমিশন।

সার্কসহ বিভিন্ন দেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানায়। তেমনি বাংলাদেশ নির্বাচন কমিশনও তাদের বিভিন্ন সময় আমন্ত্রণ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights