সংবিধান নিয়ে ৬৯ দফার প্রস্তাবনা জাতীয় নাগরিক কমিটির

নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে জাতীয় সংসদের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে জাতীয় নাগরিক কমিটি ৬৯ দফা লিখিত সংবিধান প্রস্তাবনা পেশ করেছে।

এদিন মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন। কেন্দ্রীয় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুকুল মুস্তাফিজ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, ড. আতিক মুজাহিদ এবং সালেহ উদ্দিন সিফাত।

সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনের প্রধান আলী রীয়াজ। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ, মুস্তাইন জহির, সুমাইয়া খায়ের, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, মইন আলম ফিরোজি, ব্যারিস্টার ইমরান সিদ্দিকি প্রমুখ।

মতবিনিময় শেষে জাতীয় নাগরিক কমিটি কমিশনের কাছে লিখিত প্রস্তাব হস্তান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights