সখীপুরে বিদ্যুতের টান্সমিটারসহ কলেজ অফিসে চুরি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে কলেজ অফিসের তালা ভেঙ্গে ল্যাপটপ, টাকা, সিসি ক্যামারার বক্স চুরি হয়েছে। উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজে বৃহস্পতিবার বিকালে চুরি হওয়ার বিষয়টি নজরে আসে কলেজ কর্তৃপক্ষের।

এদিকে বৃহস্পতিবার রাতে ওই কলেজের পাশ থেকে ৫০ কেবি লাইনের একটি টান্সমিটার চুরি হয়েছে। চুরির ঘটনায় পৃথকভাবে সখীপুর থানায় জিডি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, পাঁচটি ল্যাপটপ, একটি মনিটর, একটি সিসি ক্যামারার বক্স, নগদ পঞ্চাশ হাজার টাকা ও জরুরি কিছু কাগজ পত্র চুরি হয়েছে।
অধ্যক্ষ আবু সাঈদ আজাদ বলেন, কলেজের পাশ থেকে টান্সমিটার চুরির ঘটনায় বিদ্যুৎ অফিস থেকে বিকালে আমাকে ফোন দিয়ে কলেজের সিসি ক্যামারার লোকেশন সম্পর্কে জানতে চায়। আমি কলেজের করণিককে ফোন করে কলেজে যেতে বলি। সে কলেজে গিয়ে দেখে অফিস কক্ষের তালা ভাঙা। নগদ টাকা, ল্যাপটপসহ কিছু কাগজপত্র ভাঙা হয়ে গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সখীপুর উপজেলার নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights