সখীপুরে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন কৃষকের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে মাঠের পর মাঠ জুড়ে ফুটেছে সরিষার হলুদ ফুল। সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি, চোখে রঙিন স্বপ্ন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর সর্বাধিক পরিমাণ ২৪৯০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।

সরজমিনে দেখা যায়, সরিষা ফুলের ঘ্রাণ চারিদিক। কিছু জমিতে সরিষা দানা বাঁধতে শুরু করেছে। শেত্য প্রবাহ আর রোগ বালাই নেই বলে এ বছর সরিষা চাষে অধিক ফলন প্রত্যাশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এই উপজেলায় বেশিরভাগ কৃষক উফশি এবং বারি-১৪ জাতের সরিষার বীজ রোপন করেছে। এ বছর কৃষকদের প্রণোদনা দিয়ে ২৪ শত বিঘা জমিতে সরিষা চাষ করা হয়েছে। তাদের সার, বীজ ও কিটনাশক দেওয়া হয়েছে। এই প্রণোদনা ছাড়াও ২৪৯০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। অন্যান্য বছরের তুলনায় এ বছর সর্বাধিক পরিমাণ জমিতে সরিষার চাষ হয়েছে।

আজাহার আলী নামে এক কৃষক বলেন, ধান চাষ করে খুব একটা সুবিধা করতে পারিনি। তবে সরিষা চাষ করে অনেক লাভবান হবো ইনশাআল্লাহ। যে পরিমাণ ফুল আসছে আশা করছি এ বছর একশ মনেরও বেশি সরিষা পাবো।

যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের আফাজ উদ্দিন বলেন, প্রায় আট একর জমিতে সরিষা চাষ করেছি। ব্যাপক ফুল ফুটছে, আবহাওয়া অনেক ভালো। আশা করছি গত বছরের চেয়ে এ বছর দ্বিগুণ সরিষা পাবো।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার বলেন, আমন ধান কাটার পর এবং বোরো ধানের চারা লাগানোর আগে এই সময়টুকু একটি অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষ করা যায়। কম খরচে বেশি মুনাফা পাওয়ার সম্ভাবনা থাকে সরিষা উৎপাদনে। অন্যান্য বছরের তুলনায় এ বছর সরিষার অনেক ফলন হবে বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights