সচিবালয় থেকে দীপু মনি ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা আটক

অনলাইন ডেস্ক

সচিবালয় থেকে পতিত স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহযোগী এক আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন। তার নাম মো. ছাগির আহমেদ চৌধুরী। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

বুধবার অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে সচিবালয়ের এক নম্বর গেট থেকে আটক করা হয়।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ বিল্লাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুরে সচিবালয়ে মেয়াদোত্তীর্ণ পাস নিয়ে প্রবেশের সময় এক নম্বর গেট থেকে ছাগিরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তার প্রবেশ পাসের মেয়াদ নেই। তার গাড়ির স্টিকারও মেয়াদত্তীর্ণ। এরপরও তিনি সচিবালয়ে প্রবেশ করতে চাইলে আমার অফিসার তাকে গাড়িসহ আটক করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপ-সচিবের সাথে কথা বলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তাকে অবৈধ অনুপ্রেবশকারী হিসেবে আটক দেখানো হয়েছে।

সচিবালয় পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর ছাগিরকে দুপুর পর্যন্ত সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারহানা মৃধার অফিসে রাখা হয়। এরপর সচিবালয়ের নিরাপত্তা পরিদর্শক (আরআই) মো. আব্দুল কাদেরের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে শাহবাগ থানায় পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights