সড়কের মাঝে ট্রাক উল্টে আহত ৩
অনলাইন ডেস্ক
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কের মাঝখানে মালবাহী ট্রাক উল্টে চালকসহ ৩ জন আহত হয়েছে। বিকেল ৫ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বাদশামিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে মোরেলগঞ্জ আরএম হাসপাতালে পৌঁছে দেয়।
আহতরা হচ্ছেন, ট্রাকের চালক শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের শাকিল তালুকদার(৩০), হেলপার রাসেল হাওলাদারকে(২৮) ও মনির হোসেন তালুকদারকে(৩২)। এদের মধ্যে গুরুতর আহত রাসেল হাওলাদার ও শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মনির হোসেন তালুকদার মোরেলগঞ্জ আরএম আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মনির তালুকদার বলেন, ট্রাকটি গুলিশাখালী বাজার থেকে কয়েক টন শশা নিয়ে ফেনীর উদ্দেশে রওয়ানা হয়েছিল। ঘটনাস্থালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী আলমসাধুকে সাইড দিতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অতিরিক্ত বোঝাই থাকার কারণে নিয়ন্ত্রণ হারায়।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।