সড়ক দুর্ঘটনায় সাইকেল চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নরুল ইসলাম (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর বিদ্যাধরপুর সড়কের আলামপুর নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রােেমর ওয়ারিস ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, বিকালে নুরুল ইসলাম মালাধরপুর গ্রাম থেকে বাইসাইকেল যোগে কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতিতে ট্রাকটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাকার নিচে পড়ে যান। সে সময় সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ এতথ্য নিশ্চত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও ট্রাকের হেলপার পালিয়ে যাওয়ার কারনে কাউকেই আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।