সন্ত্রাসী দলের হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করব : তোফায়েল আহমেদ
ভোলা প্রতিনিধি
ভোলায় প্রচার-প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বর্ষীয়ান প্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের নিবার্চনী শেষ প্রচারণায় মানুষের ঢল নামে। বিকালে শহরের বাংলা স্কুল মোড় থেকে তোফায়েল আহমদের নেতৃত্বে বিশাল র্যালি পুরো শহর প্রদক্ষিণ করে। এ সময় উৎসবের নগরীতে পরিণত হয় জেলা শহর।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় তোফায়েল আহমেদ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই দল এখন শেষ হওয়ার পথে। এই দলটা শেষ হয়ে যাবে। এই সন্ত্রাসী দলের হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করব। এ সময় তিনি আগামী ৭ তারিখ সারাদিন নৌকা মাকার্য় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান।