সন্ত্রাসী হামলায় হাত-পায়ের রগ কর্তনের ঘটনায় কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর মার্মান্তিকভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কর্তনকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুরের বাজারে এ মানববন্ধনের আয়োজন করে। এ কর্মসূচিতে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডাঃ মো.সিদ্দিকুর রহমান বিশ্বাস, আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহরাফ হোসেন, শিক্ষক আব্দুর রহিম হাওলাদার প্রমুখ। বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো.ফেরদৌস আলম সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িতদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।