সব তো আওয়ামী লীগের আমজনতার আসন কোথায়, প্রশ্ন হিরো আলমের
অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থিতা প্রত্যাহার ইস্যুতে কথা বলেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
নির্বাচনকে একতরফা আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘৩০০ আসনের মধ্যে আপনারা আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিলেন, স্বতন্ত্র প্রার্থীও নিলেন। সব তো আওয়ামী লীগের কিন্তু আমরা যারা আমজনতা আছি, তাদের আসন কোথায়?’
আজ রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হিরো আলম।