সমাজসেবার ডিজির দায়িত্ব থেকে আবু সালেহকে অব্যাহতির নির্দেশ
অনলাইন ডেস্ক
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পরও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে বহাল থাকা আবু সালেহ মোস্তফা কামালকে যত তাড়াতাড়ি সম্ভব ওই পদ থেকে অব্যাহতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
ওএসডি করার পরও কোন কর্তৃত্ববলে তিনি অধিদপ্তরে মহাপরিচালকের দায়িত্বে বহাল আছেন এবং পদে বহাল থেকে তার দায়িত্ব পালন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।
আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরে মহাপরিচালকের দায়িত্ব থেকে সরাতে বলেছেন হাইকোর্ট।’