সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তাদের মূল দায়িত্ব দেশ ও জনগণের যথাযথ সেবা করা। তাই জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বুধবার রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফরহাদ হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আব্দুল জলিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।