সরকারি সারসহ দুই ট্রাক চালক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ ৪৭ টন সরকারি সারসহ দুই ট্রাক চালককে আটক করেছে। সোমবার দিবাগত রাত বারটার সময় সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে দুই ট্রাক টিএসপি ও ডিএফপি সারসহ ট্রাক চালকদের আটক করা হয়। চালকরা জানান সার মানিকগঞ্জ বিএডিসি গোডাউন থেকে গাজীপুরের কালিয়াকৈরে মেসার্স বিষ্ণ এন্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ন বণিক নামে ব্যবসা প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মানিকগঞ্জ কার্যালয়ের সার ক্রয়ের চালান কপি রয়েছে তাদের কাছে। আটককৃতরা হলো মোঃ আব্দুল সালাম (৪০) তার বাড়ি মাদারীপুরের কালকিনি। তার বাবার নাম আব্দুর রহমান। বাদল মিয়া (৪৫) সে মানিকগঞ্জ সদরের কৃষ্ণপুর এলাকার বিশু বেপারির ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে ট্রাক চালক দুজনকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার মেসার্স বিষ্ণ এন্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ন বণিক আমাদের ডিলার। তারা নিয়মিত সার নিয়ে থাকেন। তবে এই অক্টোবর মাসে তারা কোন ডিও কেটে এখান থেকে সার উত্তেলন করেননি। আটককৃত সার আমাদের এখান থেকে নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights