সাংবাদিকদের খুবই কম বেতন দেওয়া হয় : প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের খুবই কম বেতন দেওয়া হয়। এটা মানবেতর জীবনযাপন। এটা কল্পনা করা যায় না। এ জায়গায় আমাদের ইউনিয়নের লিডাররা বছরের পর বছর ফেইল করেছে। সাংবাদিকতা একটা নেশার মতো। সে তার নাম ছাপায় দেখতে চায়, একটা গল্প বলতে চায়। এই নেশার কারণেই আসে। আর এই আসার কারণেই তাকে ট্র্যাপে ফেলে দেন মালিকরা।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ আয়োজিত ‘কেমন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, সাংবাদিকদের কী সেইফটি ইকুইপমেন্ট দিচ্ছেন? আমরা কী একটা হেলমেট পাচ্ছি, আমরা কী একটা বুলেটপ্রুফ ভেস্ট পাচ্ছি? এটাতো বেসিক মিনিমাম জিনিস। দেশের বাইরে এগুলো ছাড়া সাংবাদিকতা করতেই দেয় না।
তিনি বলেন, আমাদের প্রতিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটের একযোগে এই আওয়াজটা তোলা উচিত যে, একটা ভালো রকমের বেসিক মিনিমাম পেমেন্ট দিতে হবে। আপনারা নিশ্চিত থাকেন নতুন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী নতুন সাংবাদিকতা হবে। যাতে বাংলাদেশে আরেকটা ফ্যাসিবাদ না তৈরি হয়। হাসিনা একটা মনস্টার চলে গেছে, আরেকটা মনস্টার যাতে না তৈরি হয়, সেটির ব্যাপারে আমাদের সবার শপথ নিতে হবে।
বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের আহ্বায়ক ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সিলমি সাদিয়ার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক শাকিল হোসেনের বাবা মো. বেলায়েত হোসেন, শহীদ সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকের ছেলে সুজন কুমার ভৌমিক, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর বাবা মোশারেফ হোসেন হাওলাদার প্রমুখ।