সাতক্ষীরায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ সুমন ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক সুমন ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রামের আব্দুল গফুরেরে ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গতকাল বেলা ১২টার দিকে ভোমরা সীমান্তে ফল মার্কেট এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করছে এক যুবক।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার মো. আফজাল হোসেনের নেতৃত্বে বিজিবি অভিযান চালিয়ে চোরাকারবারি সুমন ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার প্যান্টের পকেটে কালো টেপ দিয়ে প্যচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ২৫০ গ্রাম ৩৯ মিলিগ্রাম। স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৭ টাকা।

তিনি জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানা মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বার গুলো ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

অপরদিকে, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে গেড়াখালী কুলবাগান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত তিন বোতল এলএসডি, চার বোতল মদ ও একটি কম্বল জব্দ করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights