সাবেক ডিবিপ্রধান হারুনের ক্যাশিয়ার খ্যাত মোকাররমের জামিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার খ্যাত মোকাররম সর্দার (৪৮) জামিন লাভ করেছেন।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালত তাকে জামিন প্রদান করেন।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরির্দশক মো. কাইউম খান বলেন, আদালতে উঠানোর আগেই বাদীপক্ষ এসে আপস হয়ে গেছেন। যার কারণে আদালতে উঠানোর সাথে সাথেই তাকে জামিন প্রদান করা হয়। সেই সাথে কারাগারে যাওয়ার আগেই কোর্ট গারদ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে রবিবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মোকাররম সর্দারকে গ্রেফতার করে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করার পাশাপাশি কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্টে পরিবর্তিত পরিস্থিতর মধ্য দিয়ে তিনি অপসারিত হন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, গতকাল রাতে সেনবাহিনী তাকে আটক করে ফতুল্লা থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণ মামলা ছিল। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাই। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা ছিল না।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. ইউনুস ইমাম বলেন, যে মামলায় মোকাররমকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলায় আদালতে উঠানোর আগেই বাদী আপস করেছেন। আমরা আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করেছি। আদালত আমাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সাথে সাথেই জামিন প্রদান করেছেন।

বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এইচ আনোয়ার প্রধান বলেন, মোকাররমে বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণ মামলা করেছিলেন ফতুল্লার কুতুবপুরের মো. শাহ আলম। সেই মামলায় মোকাররমকে গ্রেপ্তার করে তাকে আদালতে উঠানোর আগেই বাদী শাহ আলম এসে আপস করেন। ফলে আদালত মোকাররমকে জামিন দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights