সাভারে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সাভার প্রতিনিধি
সাভারে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, দুপুরে জয়নাবাড়ি এলাকার জাহাঙ্গীরের বহুতল ভবনের পাশে কলাগাছের সাথে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পরে কুপিয়ে হত্যা করে লাশ ছয়তলা থেকে মাটিতে ফেলে দিয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
এ বিষয়ে সাভারের ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি রাসেল মোল্ল্যা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।