সামনে অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে

নিজস্ব প্রতিবেদক
সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, প্রতিযোগিতাহীন নির্বাচন থেকে ক্ষমতায় আসা সরকারের বৈধতা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠবে। ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকারকে বিভিন্ন পরাশক্তির কাছে নতজানু হয়ে থাকতে হবে, ক্ষুণ্ন হবে দেশের সার্বভৌমত্ব। অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়ে দেশকে বিপর্যয়ের মুখে ফেলবে। আমাদের জন্য একটি অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের সংজ্ঞা হচ্ছে, বিকল্প থেকে বেছে নেওয়া। সেই বিকল্প হতে হবে যথার্থ বিকল্প। অর্থাৎ ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন পথের বিকল্প। জনগণ যেন এর মধ্য থেকে কাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে সেই সিদ্ধান্ত নিতে পারে। সেই হিসেবে এই নির্বাচনটি হচ্ছে- একতরফা নির্বাচন। আওয়ামী লীগের ‘এ টিম’ আর ‘বি টিম’ এবং সঙ্গে তাদের অনুগত দলগুলোর নির্বাচন। এগুলো নির্বাচনের যে সংজ্ঞা তা পূরণ করে না। এটিকে নির্বাচন না বলে নির্বাচন-নির্বাচন খেলা বলা যায়।

তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশের অনেক সমস্যা সমাধান হওয়ার কথা। কোন দল, কোন মত, কোন আদর্শ আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে সেটির সুরাহা হওয়ার কথা ছিল। কিন্তু এই নির্বাচন দিয়ে সেটি হচ্ছে না। যারা ক্ষমতায় আছে, তারাই ক্ষমতায় থাকবে। সুজন সম্পাদক বলেন, ২০১৪ সালের নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এবার বলেছেন, কেউ যেন ওই নির্বাচনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আসতে না পারে সেজন্য দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। ২০১৮ সালের নির্বাচন নিয়ে জালিয়াতিসহ বহু রকমের অভিযোগ আছে। ওই দুটো নির্বাচনের বৈধতা নিয়ে দেশে বিদেশে সমস্যা তৈরি হয়েছে। এমন দুটো নির্বাচনের পর আবারও একই ধরনের আরেকটি নির্বাচনের কারণে আমাদের অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে। আমাদের সরকারকে বিভিন্ন পরাশক্তির কাছে নতজানু হতে হবে। এতে করে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে। তিনি আরও বলেন, আমাদের অর্থনৈতিক সংকট ইতোমধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে। এ নির্বাচনের পর সংকট আরও ঘণীভূত হতে পারে। ক্ষমতাসীন দলের জন্য এ নির্বাচন মঙ্গলজনক হবে কি না কিংবা বিগত দুটি নির্বাচনের পর তাদের জনসমর্থন বেড়েছে কি না সেই প্রশ্নটিও করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights