সারাদেশে র‌্যাবের ৪২২টি টইল দল মোতায়েন

অনলাইন ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে র‌্যাবের ৪২২টি টইল দল মোতায়েন রয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, শুধুমাত্র রাজধানীতে মোতায়েন রয়েছে র‌্যাব ফোর্সেস এর ১৩০টি টহল দল। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে তারা সারাদেশে দায়িত্ব পালনে সর্বদা নিয়োজিত আছেন।

বুধবার সকালে র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মূখপাত্র) কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
নাশকতা রোধে ছদ্মবেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে কাজ করছে। পাশাপাশি কঠোর নজরদারিও অব্যাহত রেখেছে।

দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনে র‌্যাবের এস্কর্ট রয়েছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করা হচ্ছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে এস্কর্টের মাধ্যমে নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights