সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় হৃতিক

অনলাইন ডেস্ক

‘টাইগার থ্রি’ ছবিতে আরও এক চমক হিসেবে দেখা যাবে হৃতিক রোশনকেও। এই ছবিতে ২ মিনিট ২২ সেকেন্ড স্ক্রিন টাইম পাচ্ছেন অভিনেতা। এই অতিথি চরিত্রের জন্য আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমা আগামী দিওয়ালিতে মুক্তি পাবে। এখন চলছে সর্বশেষ প্রস্তুতি। এবার জানা গেলো, শুধু শাহরুখ নন, সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে হৃতিক রোশানকেও। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘গত ২৭ অক্টোবর ‘টাইগার থ্রি’ সিনেমার সেন্সরের কাজ শেষ হয়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস অতিরিক্ত দৃশ্যের অনুমোদন দেওয়ার জন্য সেন্সর বোর্ডকে অনুরোধ করে। গত ৬ নভেম্বর সেন্সর বোর্ড দৃশ্যটির অনুমোদন দেয়। এখন সিনেমাটির দৈর্ঘ্য ১৫৬ মিনিট। অর্থাৎ ২ ঘণ্টা ৩৬ মিনিট; যা আগে ছিল ২ ঘণ্টা ৩৩ মিনিট।’’
সূত্র বলছে, ‘গত ৪ নভেম্বর মুম্বাইয়ে যশরাজ স্টুডিওতে হৃতিকের দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে।’ টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights