সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়া নিয়ে যা বললেন সিইসি
অনলাইন ডেস্ক
এক সময় দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করায় মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে কোনো আইনি বাধা নেই জানিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পদ নিয়ে যে বিতর্ক সামনে আনা হচ্ছে, সেটা কাঙ্ক্ষিত নয়।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সংবিধান, প্রাসঙ্গিক আইন ও বিধিমালা পর্যালোচনা করে দেখা গেছে, মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে কোনো বাধা নেই।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘দুর্নীতি দমন কমিশন আইনে বলা হয়েছে, একজন কমিশনার তার মেয়াদ শেষে প্রজাতন্ত্রের চাকরিতে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়ার জন্য নিয়োগ পাবেন না। নিয়োগ পাওয়া এবং নির্বাচিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি (সাহাবুদ্দিন) নিয়োগ পাননি, নির্বাচিত হয়েছেন।’
তিনি বলেন, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে মো. সাহাবুদ্দিনের কোনো ধরনের অযোগ্যতা নেই।’ এই নিয়ে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও অনুসারী ১৯৯৬ সালের সাহাবুদ্দিন আহমদ বনাম আবু বকর সিদ্দিকের মামলাটির রায়ের আদেশের বিষয়ে বিস্তারিত জানান সিইসি।