সিংড়ায় সরকারি খাল-বিল দখলমুক্ত করতে অভিযান, অর্থদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সরকারি খাল-বিল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে তিশিখালী ও হিজলী খালে অভিযান চালায় প্রশাসন।

এ অভিযানে খালের প্রায় ৩০ কিলোমিটার সরকারি খাল-বিল দখলমুক্ত ও ১৮টি বাঁধ অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। খাল দখলের অভিযোগে হিজলী গ্রামের নাইচ আলীর ছেলে ফরহাদ আলীর পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, সিংড়ার খাল-বিল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights