সিরাজগঞ্জের সলঙ্গায় ৯ দিনব্যাপী বইমেলা শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
শুক্রবার বিকাল ৫টায় পায়রা উড়িয়ে সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ

সিরাজগঞ্জের সলঙ্গায় ৯দিনব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বিকাল ৫টায় পায়রা উড়িয়ে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ। স্থানীয় সংগঠন নব জাগরণ ৪র্থ বারের মতো এ বই মেলার আয়োজন করেছে।

নবজাগরণ ক্লাবের সভাপতি এস এম রিয়াদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো. নাসিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরকার, ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক প্রভাষক কে এম আহসান হাবীব আসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি আমিনুল ইসলাম সিহাব, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্ছু, সাধারণত সম্পাদক রিপন হাসান প্রমুখ।

এই বইমেলায় ৩০টি স্টল রয়েছে। এছাড়া শিশুদের জন্য নাগর দোলা, নৌকা ও ট্রেন রাইডের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights