সিরাজগঞ্জের ৮৯২টি কেন্দ্রের মধ্যে ৪০৯টি ঝুঁকিপূর্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনএম, জাকের পার্টি, তৃণমূল বিএনপি, জাসদ ও বাসদসহ ৮টি দলের ২৬ জন এবং স্বতন্ত্র ৫ জন মিলে ৩১ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। ছয়টি আসনের মোট ভোটার রয়েছেন ২৫ লাখ ১২ হাজার ১০০ জন। স্থায়ী ও অস্থায়ী মিলে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯২টি। ভোট কক্ষের সংখ্যা ৫ হাজার ৬০০টি। এর মধ্যে ৪০৯ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তমাল হোসেন জানান, সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের ৮৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগে ও পরে পুলিশের ২ হাজার ৫০০ সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৯২টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও চরাঞ্চলের ১২৪টি কেন্দ্রে আসা যাওয়ার জন্যও রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights