সিরাজগঞ্জে নদী সাঁতরে পাড় হতে গিয়ে যুবক নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের একডালা ইছামতি নদীতে মাছ ধরা শেষে সাঁতরে নদী পাড় হতে গিয়ে সাগর আলী (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনার ১৯ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তার।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক সদর উপজেলার ফুলবয়ড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় সাগর ও তার তিন বন্ধু মিলে একডালার ইছামতি নদীতে মাছ ধরতে আসেন। পরে মাছ ধরা শেষে সাঁতরে নদী পার হতে গিয়ে ডুবে নিখোঁজ হয় সাগর। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

কাজিপুর উপজেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে রাজশাহী বিভাগীয় ডুবুরি দল নিয়ে আসা হয়। সকাল থেকে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ খুঁজে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights