সিরাজগঞ্জে বিএনপির মশাল মিছিল

অনলাইন ডেস্ক

অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি-ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের বহুলীতে মশাল মিছিলটি বের করা হয়। এছাড়া কামারখন্দ উপজেলার হাসপাতাল সড়কে স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ সোহেলের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। অন্যদিকে শাহজাদপুরে মহাসড়কে বিএনপি-ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেক দলের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। মিছিলে নেতাকর্মীরা ফরমায়েসি তফসিল বাতিল, সরকার বিরোধী এবং অবরোধ সফল করতে নানা স্লোগান দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, নির্বাচনী তফসিল বাতিল ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই বিএনপিসহ সমমনা দলগুলো শান্তিপূর্ণ আন্দোলন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights