সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সিরাজগঞ্জের মাছুমপুর কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়।
ক্যাপ্টেন এম.মনসুর আলীর ছোট ছেলে ও মোহাম্মদ নাসিমের ছোট ভাই রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিমের ভাতিজা ও মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিম রিপন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনসুর আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাড. মজিবর রহমান, আওয়ামীলীগ নেতা গাজী আবু তাহের, লিটন সেখ, মিলন সেখ ও আব্দুস সামাদ প্রমুখ।